M.A Al-Noman

Dhaka, bangladesh

Get Update on our recent Tips & Posts

Showing posts with label All Sim Tips. Show all posts
Showing posts with label All Sim Tips. Show all posts

Friday, August 31, 2018

How to check own SIM Number Teletalk, GP, Banglalion,Robi, Airtel

 


To Check own/My Number on other operators:
Airtel Bangladesh (016) Dial *121*6*3#
Grameenphone (017) Dial *2#
BanglaLink (019) Dial *511#
Teletalk (015) Dial *551# 
Robi  (018) Dial *140*2*4#     Or,    Dial 1200 and listen and then choose  option 4
Summary:
  • Airtel sim Number check: Dial     *121*6*3#
  • BanglaLink sim Number check: Dial    *511#
  • GP sim Number check: Dial *2#
  • Robi sim Number check: Dial   *140*2*4#
  • Teletalk sim Number check: Dial  *551#

Tuesday, August 25, 2015

গ্রামীনফোনের হট অফার মাত্র ৫ টাকায় ১ জিবি ইন্টারনেট

 
আবার ৫ টাকায় ১ জিবি
ইন্টারনেট অফার। এই অফারটি শুধুমাত্র
প্রিপেইড গ্রাহকগন পাবেন।
শর্তসমূহ-
* যে সকল প্রিপেইড গ্রাহক গত ৩ মাসে ১৫০
কেবি -এর চেয়ে কম ডাটা ব্যবহার করেছেন শুধু
মাত্রই তারাই এই অফারের আওতাভুক্ত
* কেনার জন্য ডায়াল করুন *500*45# আর মাত্র ৫
টাকায় কিনে ফেলুন ১ জিবি ডাটা (৫০০এমবি
Open + ৫০০ এমবি Facebook)
* মেয়াদঃ ৭ দিন
* Open Internet ব্যালেন্স জানতে ডায়াল করুন
*566*10# আর Facebook Internet এর ব্যালেন্স
জানতে ডায়াল করুন *566*1#

গ্রামীণফোন আপনাদের জন্য নিয়ে এলো এক অপূর্ব সুযোগ ! এখন আপনিও জিতে নিতে পারেন ২৫ এমবি ফ্রি ডাটা সহ এক্সক্লুসিভ গ্রামীণফোন হেডফোন

 
গ্রামীণফোন আপনাদের জন্য নিয়ে এলো এক অপূর্ব সুযোগ! এখন
আপনিও জিতে নিতে পারেন ২৫ এমবি ফ্রি ডাটা সহ
এক্সক্লুসিভ গ্রামীণফোন হেডফোন!
-ফ্রি ২৫ এমবি ডাটা পেতে চলে যান আপনার Wow Box এ
(ডাউনলোড লিংকঃ Download Now ) এবং সেখান থেকে ডাউনলোড এবং রেজিস্টার করুন জিপি মিউজিক
অ্যাপ্লিকেশন।
-এরপর জিপি মিউজিক থেকে শুরু করুন গান ডাউনলোড!
সর্বোচ্চ গান ডাউনলোডকারী ২৫ জন পাবেন গ্রামীণফোন
এক্সক্লুসিভ হেডফোন?

Saturday, August 8, 2015

আপনার মোবাইল নাম্বারটি অন্য কারোর নজরদারিতে রয়েছে কিনা জেনে নিন এখুনি।

 
অবশ্যই সবাই পড়বেন কেননা এর মাধ্যমে আপনি আজ থেকে সাবধান হয়ে যেতে পারবেন-
আপনার বাংলালিংক,এয়ারটেল,গ্রামীনফোন এ
অনলাইন একাউন্ট সাভির্স এর মাধ্যমে আপনার মোবাইল নম্বর এর সকল ইনফরমেশন এখন যে কেউ দেখতে পারবে,আপনার সিমটি তুলে নিতে পারবে। যদি সে কোনভাবে সিমের কোডটি জানতে পারে।আর আমরা অনেকেই হয়ত অসকতায় মোবাইল রেখে চলে যাই এদিক সেদিক অথবা কেউ যদি একটু ফোন করতে চায় তাহলেও তাকে দিয়ে দেই। অনকে সময় মুখের উপর নাও করতে পারি না।এতে যদি সে কোনভাবে এস,এম এস করে/অন্য মোবাইলে ইন্টারনেট ব্যবহার করে কোডটি জানতে পারে তাহলেই তার আর আপনাকে প্রয়োজন হবে না(বাংলালিংকও এয়ারটেল এ)।
সে আপনার পুরো ইনফরমেশন পেয়ে যাবে মাত্র ৪০সেকেন্ড সময়ের মধেই কেননা sms করতে বেশি সময় লাগে না।


এখন আপনাকে ছাড়াই যা সে করতে পারবে-
১.আপনার টুটাল ইনফরমেশন দেখতে পারবে।
যেমন-আপনার সকল ইনকামিং ফোন(নম্বার সহ)।
আউটগোইং ফোন, কখন,কয়টার সময় এবং কতক্ষন কথা হয়েছে এগুলো(নাম্বার সহ)।
২.এস,এম এস(কি লেখা ছিল এগুলো দেখা যাবে না)
৩.আপনার একাউন্ট এ কত টাকা এখন রয়েছে।ইচ্ছা করলে সে এখান থেকে টাকা ট্রান্সফার করে নিতে পারবে ই-টপ আপ এর মাধ্যমে।
৪.আপনার FNF নম্বর।
৫.রিচাজ হিস্টরি।
৬.আপনার সিমটি কার নামে আছে এখন।
৭.আপনার নাম্বার থেকে অন্য কাউকে এস এম এস করতে পারবে।
যা ক্ষতি সে করতে পারবে আপনার-
*আপনার নাম্বার হতে অন্য কাউকে SMS দিতে পারবে,অপরাধ জনিত কাজ করতে পারবে।
*মোবাইলের টাকা চুরী করতে পারবে।
*আপনার নাম্বারটি তুলে ফেলতে পারবে।
*আপনার ইনফরমেশনগুলো জেনে আপনাকে ব্যাকমেইল করতে পারবে।
*সুতরাং নিজের বাংলালিংক ও এয়ারটেল নাম্বার টি যাতে অন্য কেউ অনলাইন এ রেজিস্টেশন করতে না পারে তার দিকে সবর্দা লক্ষ্য রাখবেন।


এবং নিম্মের কাজগুলো হতে অবশ্যই বিরত থাকবেন।
সতকর্তাঃ
১.কখনো কাউকে মোবাইল দিয়ে চলে যাবেন না(অবশ্য এখানে বিশ্বাসযোগ্য ব্যক্তিগুলো ছাড়া)।
২.কখনো কেউ যদি ফোন করে বলে তোমার নাম্বারে একটি -এস এম এস এসেছে কোডটি দাও অথবা এস এম এসটি ফরওয়াড করে দাও অবশ্যই তা থেকে বিরত থাকবেন এবং এস এম এসটি ডিলেট করে দিবেন সাথে সাথে যাতে করে পরবর্তী সময়ে সে তা দেখতে না পারে।
৩.যদি মনে করেন যে আপনি চেক করতে চান যে আপনার নাম্বারটি কেউ অনলাইন রেজিস্টেশন করেছে কিনা তাহলে

Banglalink এর জন্যে-
এখানে ক্লিক করুন-

bl

Airtel এর জন্যে-
এখানে ক্লিক করুন
airtel
Grameenphone এর জন্যে-
এখানে ক্লিক করুন

এবং ফরগেট পাসওয়াড এ ক্লিক করুন তাহলে যদি মোবাইলে এস এম এস চলে আসে তাহলে বুঝবেন কেউ হয়ত আপনার অজান্তেই আপনার নাম্বারে এই রেজিস্টেশন করে রেখেছে এবং আপনাকে সে মনিটরিং করছে আপনার অজান্তেই।যেটা আপনার জন্য বিপদ বয়ে আনতে পারত পরবর্তী সময়ে।
৪.মোবাইলে যে মেস্যাজ নি এসেছে সেটির মধ্যে যে পাসওয়াড রয়েছে ওটা দিয়ে নতুন পাসওয়াড সেট করে দিন।যাতে করে অন্য কেউ লগ ইন করতে না পারে।
[বিঃ দ্রঃ অবশ্যই খেয়াল রাখবেন ই-মেইল এড্যাসটি আপনার রয়েছে কিনা।এবং এটি ভেরিফাই করা আছে কিনা।কেননা ইমেইল এর মাধ্যমে সে আপনার নতুন পাসওয়াডটি পেয়ে যাবে যদি না আপনি তার ইমেইল টি ইডিট করে আপনারটি না বসান।]

Balance check- What is my sim -Internal Balance?

 

সহজ কিন্তু খুব দরকারী কাজের সময় পাওয়া যায় না, তাই বুকমার্ক বা শেয়ার করে রাখুন

Mobile balance check code:

GP grameenphone- *566#
Teletalk- *152#
Banglalink *124#
Airtel bd- *778#
Robi- *222#

Internal Balance check code

GP grameenphone- *567#
Banglalink *222*3#
Teletalk- u > 111
Airtel bd- *778*36#
Robi- *8444*88#


what is my sim / Mobile Number

GP grameenphone- *2#
Banglalink *511#
Teletalk- *551#
Airtel bd- *121*6*3#
Robi- *140*2*4#

Balance check- What is my sim -Internal Balance
Balance check- What is my sim -Internal Balance
Online mobile, mobiles, virtual bank account, mobile handset, us cell phone number, t mobile phones, cell phone tracker, mobile phone companies, cheap cell phones, reverse phone lookup,card mobile phone, all mobile network balance check, mobile balance check app, sap order transaction, transaction codes, transaction codes in sap, transaction codes for sap, transaction codes sap, bank transaction code list
Join Our Newsletter