M.A Al-Noman

Dhaka, bangladesh

Get Update on our recent Tips & Posts

Showing posts with label Android Tips. Show all posts
Showing posts with label Android Tips. Show all posts

Thursday, April 23, 2020

যে কারণে আপনার ফোনটি বিস্ফোরিত হতে পারে [ কেউ মিস করবেন না ]

 

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।

মোবাইল ফোন বিস্ফোরিত হয় কেন? আর কীভাবেই বা আপনি আপনার ফোনকে বিস্ফোরণের হাত থেকে রক্ষা করবেন? এই প্রশ্নের উত্তর খুঁজব আজকের পোস্টে।
আজকাল ইন্টারনেট খুললেই মোবাইল বা স্মার্টফোনের ব্যাটারিতে আগুন ধরে যাওয়া কিংবা ফোন বিস্ফোরণের মত ঘটনাগুলো চোখে পড়ে। অনেক ক্ষেত্রেই এসব ঘটনায় ব্যবহারকারী আহত হওয়ার মত দুঃখজনক ঘটনাও দেখা যায়। এই তো কিছুদিন আগেই একটি ফোন বিস্ফোরিত হয়ে তাতে আহত একটি মেয়ে শেষ পর্যন্ত মারাই গেল। বিশ্বের নামীদামী ফোন নির্মাতা যেমন অ্যাপল ও স্যামসাং এর তৈরি ফোনও বিস্ফোরিত হওয়ার রেকর্ড আছে। স্যামসাং তো ২০১৬ সালে তাদের ফ্ল্যাগশিপ ফোন গ্যালাক্সি নোট সেভেন বিস্ফোরণের ঘটনায় পুরো মডেলটিই মার্কেট থেকে তুলে নিতে বাধ্য হয়েছিলো। তাই এটা নিয়ে সিরিয়াসলি ভাবারও সময় এসেছে।
স্মার্টফোনের সব অংশ বিস্ফোরণের জন্য দায়ী নয়। মূলত এর ব্যাটারিটিই বিস্ফোরিত হওয়ার ঘটনা বেশি চোখে পড়ে। বাকী যন্ত্রাংশ আসলে বিস্ফোরিত হওয়ার মত তেমন কিছু দিয়ে তৈরি নয়। ফোনে ব্যবহৃত লিথিয়াম আয়ন বা লিথিয়াম পলিমার ব্যাটারি যথেষ্ট উন্নত প্রযুক্তিতে তৈরি, এবং এই ব্যাটারিগুলো স্ট্রেস নেয়ার উপযোগী করেই বানানো হয়েছে। কিন্তু তা সত্বেও দুটি কারণে এসব ব্যাটারিও কখনো কখনো বিস্ফোরিত হতে পারে। প্রথমটি হলো পাঙ্কচার বা লিকেজ। হাত থেকে পড়ে, অত্যাধিক চাপে, কিংবা আঘাত লেগে আপনার ব্যাটারির সেলগুলো পাঙ্কচার হয়ে এদের মাঝে শর্ট সার্কিট হয়ে ব্যাটারিতে আগুন ধরতে পারে। আর সস্তা, আজে বাজে ব্র্যান্ডের ব্যটারিগুলোতে মাইক্রস্কোপিক অনেক ভেজাল মিশ্রিত থাকতে পারে। এগুলোও অনেক ক্ষেত্রেই সেলগুলোর সংস্পর্শে এসে শর্ট সার্কিট ঘটাতে পারে।
তবে স্যামসাং গ্যালাক্সি নোট সেভেন এর ক্ষেত্রে যেটা ঘটেছিল তা হলো চার্জ হওয়ার সময় বিস্ফোরিত হওয়া। চার্জ হওয়ার সময় ব্যাটারিতে তাপ উৎপন্ন হয়। এই তাপও হতে পারে ব্যাটারি বিস্ফোরিত হওয়ার কারণ। প্রচণ্ড উত্তাপ ব্যাটারিতে শর্ট সার্কিট তৈরি করতে পারে। যদিও অনেক স্মার্টফোন প্রস্তুতকারকই তাদের ব্যাটারিতে ওভারহিটিং প্রটেক্ট করার সিস্টেম দিয়ে থাকে। কিন্তু তার পরেও স্যামসাং এর মত ভালো ব্র্যান্ডের গ্যালাক্সি নোট সেভেনও বিস্ফোরিত হয়েছিল। তারা দাবি করে যে তারা বিভিন্ন ম্যানুফ্যাকচারার এর কাছ থেকে ব্যাটারি কিনে থাকে। হয়তো তাদেরই কোনো একটা ব্যাচ এর ব্যাটারিতে ত্রুটি ছিল।

কীভাবে বিস্ফোরণের হাত থেকে নিজের ফোন আর পাশাপাশি নিজেকেও রক্ষা করবেন?

 এটা বলা মুশকিল। কিন্তু তার পরেও সতর্কতামূলক কিছু ব্যবস্থা নিতেই পারেন।
***স্মার্টফোন বেশি গরম হয়ে গেলে সাথে সাথেই চার্জে লাগাবেননা। আর যদি চার্জ হতে হতেই গরম হয়ে যায় তাহলে ফোনটি চার্জার থেকে খুলে ফেলুন এবং ঠাণ্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করে আবার চার্জে লাগান। এই সমস্যা চলতে থাকলে সার্ভিস সেন্টারে যোগাযোগ করুন।
***সেটের সাথে দেয়া চার্জারটি ব্যবহার করুন। আর যদি সেটি নষ্ট হয়েই যায় তাহলে একটু কষ্ট করে এবং বেশি টাকা দিয়ে হলেও আপনার ফোন প্রস্তুতকারকের তৈরি বা এপ্রুভড কোনো চার্জার কিনুন।
***অনেকেই ফোন চার্জে দেয়া অবস্থায় বিছানায় শুয়ে ফোনে নেট ব্রাউজ করেন কিংবা মুভি দেখে থাকেন। তবে এটা খেয়াল রাখবেন ফোন চার্জে থাকা অবস্থায় নিজের শরীরের নিচে কিংবা বালিশের নিচে যাতে ফোনের অবস্থান না হয়। কারণ এসব ক্ষেত্রে ফোন বেশি গরম হয়ে যেতে পারে, এবং তা থেকে দুর্ঘটনা ঘটতে পারে।
***আপনার ফোনটি কোথায় চার্জ দিচ্ছেন সেটি অবশ্যই খেয়াল রাখুন। ফোন উত্তপ্ত কোনো স্থানে কিংবা সরাসরি সূর্যালোকের নিচে রেখে কখনোই চার্জ দিবেননা।
***যেকোনো অবস্থায় ফোন অস্বাভাবিক রকম গরম হলে ব্যাপারটি এড়িয়ে না গিয়ে বরং ভালোভাবে লক্ষ্য করুন যে উত্তাপ বাড়ছে কিনা। যদি উত্তাপ শুধু শুধুই বাড়তে থাকে তাহলে ফোনটি দূরে নিরাপদ স্থানে রেখে দূর থেকেই পর্যবেক্ষণ করুন যে ফোনটি বিস্ফোরিত হতে যাচ্ছে কিনা। সম্ভব হলে ফোনটি বন্ধ করে রাখুন।
তো আজ এই পর্যন্তই। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন এবং বিডি আইটি জোন এর সাথে থাকবেন, ধন্যবাদ।


Saturday, October 14, 2017

আপনার কম্পিউটার থেকে অ্যালার্ম পাঠান আপনার অ্যান্ড্রয়েড ফোনে !!

 




অ্যালার্ম সেট করা, রিমাইন্ডার সেট করা কিংবা নোট লিখা, এই কাজগুলো আমাদের অ্যান্ড্রয়েড ফোনে আমরা সচারচর করে থাকি । কিন্তু এই কাজ গুলি কম্পিউটার থেকেই করা যাই । সম্প্রতি সে ব্যবস্থা চালু করেছে গুগল। অ্যালার্ম সেট করা কিংবা এই জাতীয় যে কাজগুলো আছে, অ্যান্ড্রয়েড ফোনের জন্য সেই কাজটি করে নেওয়া যাবে কম্পিউটারে গুগল সার্চ থেকেই।

গুগল সার্চ থেকে এখন চাইলেই আপনি খুবসহজে আপনার অ্যান্ড্রয়েড ফোনের জন্য অ্যালার্ম সেট করতে পারবেন,নোট লিখতে পারবেন কিংবা কোন স্থানের জন্য ডিরেকশন নির্ধারণ করতে পারবেন।

১. এজন্য আপনার ফোনে ইন্সটল করা থাকতে হবে গুগল অ্যাপের সর্বশেষ সংস্করণ।
২. এরপর আপনার ফোনে থাকা Google Now অ্যাপটি চালু করুন এবং উপরে বামদিকে থাকা কন্টেক্সট মেন্যুতে ট্যাপ করুন।
৩. এখানে থাকা Settings মেন্যু থেকে Account & Privacy> Google Account History থেকে Web & App  Activity ফিচারটি চালু করে নিন।
৪. এবার আপনার ডেস্কটপ ব্রাউজার থেকে
আপনার গুগল অ্যাকাউন্টে সাইন-ইন করুন।

এবার আপনি আপনার ফোনে কমান্ড পাঠাতে প্রস্তুতঃ 

১. ‘Find my phone’- গুগল সার্চে এই কীওয়ার্ড লিখে সার্চ দিলে সার্চ রেজাল্টে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনের সর্বশেষ অবস্থানের মাপ দেখতে পাবেন।এছাড়া আপনার ফোনে টানা ৫ মিনিট রিং ব্যাক কিংবা লক করার কাজটিও করে নিতে পারবেন এখান থেকে। তবে এই ফিচারটি ব্যবহারের জন্য আওনার ফোনে ইন্টারনেট সংযোগ চালু থাকতে হবে।




২. ‘Set a reminder’- আপনার ফোনে কোন রিমাইন্ডার সেট করতে চাইলে এই কীওয়ার্ড দিয়ে গুগল সার্চ করুন। সবকিছু সেট করে ‘Remind me on my devices’ লেখায় ক্লিক করুন।
৩. ‘Set an alarm’- এই কীওয়ার্ড ব্যবহার করে আপনার ফোনের জন্য অ্যালার্ম সেট করে নিতে পারবেন


৪. ‘Send directions to my phone’- কোন স্থানে যাওয়ার জন্য আপনি এই কীওয়ার্ড দিয়ে সার্চ করে জায়গার নাম উল্লেখ করলে আপনাকে সে জায়গায় যাওয়ার ডিরেকশন আপনার ফোনে পাঠিয়ে দেবে গুগল।
৫. ‘Send a note to my phone’- এই কীওয়ার্ড ব্যবহার করে গুগল সার্চ করে অতঃপর আগত বক্সে আপনার নোটটি লিখে Send note to your phone লেখাতে ক্লিক  করলে নোটটি পৌঁছে যাবে আপনার অ্যান্ড্রয়েড ফোনে।

Tuesday, February 7, 2017

দেখে নিন, কিভাবে Android ফোনের হার্ডওয়্যার Navigation Bar বন্ধ করবেন

 

যা যা লাগবে


1. Root Explorer or Es File Explorer.

কাজ


প্রথমে Root Explorer ওপেন করুন। তারপর /system/usr/keylayout তে যান।
ওখানে অনেক ফাইল দেখতে পাবেন।
সেখান থেকে Generic.kl ফাইল টি Text Editor দিয়ে ওপেন করুন।
নিচে যান এবং এই লেখা দুইটা খুজে বের করুন।
key 139 MENU WAKE_DROPPED
এবং
key 158 BACK WAKE_DROPPED
তারপর এই লেখা দুটির আগে # বসে দিন
তাহলে এরকম হবে
#key 139 MENU WAKE_DROPPED
এবং
#key 158 BACK WAKE_DROPPED
তারপর সেভ করুন এবং রিবুট দিন। দেখেন এগুলো আর কাজ করছেনা। আগের অবস্থায় ফিরতে # দুইটা কেটে দিন।
কোন সমস্যা হলে কমেন্ট করুন।
ভুল হলে ক্ষমা করুন।

Thursday, December 1, 2016

Status Bar-এর Color,Icon সবকিছু চেঞ্জ করুন খুব সহজে (No Root) !

 


Status Bar-এর Color,Icon সবকিছু চেঞ্জ করুন খুব সহজে।তাও আবার রুট করার ঝামেলা ছাড়াই। ☺
আশা করি খুব ভালো আছেন।পোস্টের প্রথম অংশ পড়েই হয়তো বুঝে গেছেন যে আজকের পোস্ট Status Bar নিয়ে।এবং মজার বিষয়টা হলো আজকের পোস্ট Root,Unroot উভয় ব্যবহারকারীদের জন্যে প্রযোজ্য।তাই সবাই পড়তে পাড়েন আজকের পোস্ট।
নামঃ Clean Status Bar
সাইজঃ 769Kb
রিকুয়েস্টমেন্টঃ All Android Phone

দেখে নিই একনজরে এই App টির কাজকর্ম ——
✪ খুব সহজে Status Bar এর যে কোন Icon চেঞ্জ করতে পারবেন।
✪ খুব সহজে যে কোন রং Status Bar এ দিতে পারবেন।
✪ আপনের পছন্দসই রঙ Add করতে পারবেন।
ব্যাটারি % চাইলেই তুলে দিতে পারবেন।
✪ সব Icon এ আপনে আপনের ইচ্ছা মোত Lollipop,kitkat,Jelly Bean এর Icon
গুলো ব্যবহার করতে পারবেন।


ভালো লাগলে অবশ্যই কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের সারা পেলে আমি আরও ভালো কিছু উপহার দিব। 😊

সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করতেছি।
ধন্যবাদ সবাইকে।

Wednesday, December 9, 2015

এন্ড্রয়েড ফোন দিয়েই যে কোন ভিডিওর অন্যের মাথা বা শরীর কেটে আপনার মাথা বা শরীর লাগিয়ে দিন !

 

হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন, আপনার এতদিনের পুষে রাখা স্বপ্ন বাস্তবে রুপ নিবে কারন Apps টা দিয়ে আপনি ভিডিওর মাঝে অন্যের মাথা কেটে বা শরীর কেটে আপনি অন্যের মাথা লাগিয়ে দিতে পারবেন বা শরীর।
অনেক বক বক করলাম এবার আসল কথায় আসি।
যেভাবে কাজ করবেন :
১। প্রথমে apps টি ইনস্টল দিন Open করুন।
২।Open as এ কিল্ক করে আপনার পছন্দের Video টি সিলেক্ট করুন।
৩।তার পর আপনি চাইলে ভিডিও টি ওখানে Option এ ক্লিক করে cut,joind,text,chang sound,imge joind,cut to image, sowerd ইত্যাদি করতে পারবেন।
বি:দ্র: Apps টিতে আরো অনেক কিছু কাজ আছে যা সময় সল্পতার জন্য দিতে পারলাম না। আপনারা কষ্ট করে খুজে নিবেন।
তো দেরি কেন এখুনি ডাউনলোড করে মজা লুটুন
Name: Video Cut To image Joind Apk
Click Here To Download
আজকের মতো বিদায় নিলাম। আবার কোনদিন এরকম একটি New Apps নিয়ে আপনাদের মাঝে ফিরে আসব। ধন্যবাদ ।

Thursday, November 19, 2015

এবার এন্ড্রয়েড ব্যাবহার কারীরা ও ব্যাবহার করুন windows 10 তাও আবার প্রিমিয়াম ভার্সন এক বার ব্যাবহার করে দেখুন কি জিনিস

 
Unnamed
আসসালামু আলাইকুম,
এবার শুধু পিসি ব্যাবহার কারিরা windows 10 ব্যাবহার করবে না আমরা ও ব্যাবহার করব।তাও আবার প্রিমিয়াম ভার্সন।মিস করলে পস্তাবেন।
.
.
.
যেহেতু এটি pro ভার্সন তাই প্লে স্টোর এ এর একটা দাম আছে আপনাকে $ খরচ করতে হবে কিন্তু আপনি এখানে ফ্রি পাচ্ছেন ডাউনলোড করে নেন।
.
App name:windows 10 pro
Size:only 4mb
.
সত্যি চরম লাঞ্চার টা।একদম স্মুথ কোন আটকা আটকি না।ram ও খুবি কম ব্যাবহার করছে।
.
সাথে সেই রকম স্টাইলিশ।একদম ডিজিটাল।আপনি ইচ্ছা মত কাস্টমাইজ করতে পারবেন।
.
ফিচার গুলা দেখে নিনঃ
No Ads:যেহেতু এটি প্রিমিয়াম ভার্সন তাই কোন এড এর ঝামেলা নাই।
.
Customizable Theme Colors:আপনি থিম সেট করতে পারবেন সাথে থিমে যে কোন কালার দিতে পারবেন।
.
Android apps in Stylish Tiles: আপনার অ্যাপ এর টাইটেল গুলা অনেল সুন্দর হয়ে আসবে।
.
Best Apps are available on One Click: আপনি যে কোন অ্যাপ স্ক্রিনে সেট করে রাখতে পারবেন এক ক্লিকে অন হয়ে যাবে।
.
Widgets:ইচ্ছা মতো widget সেট করতে পারবেন।
.
Wallpaper:অনেক গুলা নিউ ওয়ালপেপার এড করা হয়েছে।
.
Windows ফোনের অভিগ্যতা পাবেন আপনার এন্ড্রয়েডে।সাথে সুপার ফাস্ট।
.
ধুমাইয়া ডাউনলোড করেন।
সবাই ভাল থাকুন আল্লাহ হাফেজ।

ডাউনলোড করে নিন $৭ মূল্যের একটি ক্যামেরা অ্যাপ ফোটো কোয়ালিটি দেখলে আশ্চর্য হয়ে যাবেন।

 
Unnamed
আসসালামু আলাইকুম,
.
আপনাদের জন্য একটি জটিল ক্যামেরা app নিয়ে এলাম।
Camera fv-5 নতুন ভার্সন।
অসাধারণ সব ফিচার দেওয়া হয়েছে।
একটু আগেই আপডেট হল।
যারা এখনো অ্যাপ টি ব্যাবহার করেন নি একবার ব্যাবহার করে দেখেন কি জটিও ফোটো তুলে।
.
.
.
প্লে স্টোর এ এর দাম রাখা হয়েছে $৭। এটা মাথায় রাখবেন।
App name:camera fv-5
Size:4.5mb
.
App সত্যি জটিল।আপনি dslr এর মতো ফোকাস করতে পারবেন।
.
আরো কিছু ফিচার আপনাদের সামনে তুলে ধরছিঃ
★কোন নির্দিষ্ট জায়গাকে ফোকাস করে ছবি তুলতে পারবেন।
.
★আপনি সেটিং থেকে image resolution সেট করতে পারবেন নিজের ইচ্ছা মতো।ছবি তুলার আগে অটো ফোকাস সেট করতে পারবেন।
.
★আপনি একসাথে কতো গুলা ছবি তুলতে চান তা সেট করতে পারবেন সাথে টাইম ও সেট করতে পারবেন কতোক্ষন পর ছবি গুলা উঠবে।
.
★আপনি যে খানে ফোকাস করতে চান সে জায়গায় ক্লিক করলে অটো ছবি উঠে যাবে আপনি এই সিস্টেম টা menu থেকে চালু করতে পারবেন।
.
★আপনি সাথে কিছু মুড ও পাবেন auto mode,day light,night,white balance rtce
.
আরো অনেক ফিচার আছে ডাউনলোড করে দেখে নিন।মিস করবেন না।
.
Download Now
.

ফোন কোথায় রেখেছেন ভুলে গেছেন,চিন্তা নাই হাত তালি দিলেই ফোন বাঁজতে লাগবে মিস করবেন না

 
Unnamed
আসসালামু আলাইকুম,
আপনাদের পাগল করে দেওয়া মত একটা অ্যাপ নিয়ে এলাম।আপনি কি ফোন কোথাও রেখে ভুলে জাম।চিন্তা নাই এখন আপনি হাত তালি দিলেই আপনার ফোন বাজতে থাকবে।মিস করবেন না!!!
.
.
.
.
App name:clap to find
Size:only 3mb
.
অ্যাপ টি এক কথায় চমৎকার।ফোন কোথায় রেখেছেন তা আপনাকে ফোনের রাখার কোন দরকার নাই।আপনার ৩বার হাত তালি দেওয়া মাত্র আপনার ফোন টি বাজতে লাগবে।
.
আপনি এক ঘরে আছেন আপনার ফোন আরেক ঘরে থাকলে ও হাত তালি দেওয়া মাত্র বাজতে লাগবে।
.
আপনি সেন্সর এর পাওয়ার নিয়ন্ত্রণ করতে পারবেন ১০-১০০%।সেন্সর এর পাওয়ার যতো বেশি দেওয়া থাকবে ততো দূর থেকে আপনার ফোন আপনার হাত তালি বুঝতে পারবে।
.
কিভাবে সেট করবেন তাই তো clap to find এ ঢুকুন আপনাকে ৩বার হাত তালি দিতে বলবে ৩বার হাত তালি দিন।
.
ব্যাস আপনার কাজ শেষ এই বার স্ক্রিন অফ করেন ৩বার হাত তালি দেন আর দেখেন যাদু।অবশ্যয় একবার হলেও চেষ্টা করবেন।
[[ডাউনলোড করার জন্য uc,uc mini,chrome ব্যাবহার করবেন আর create download link a click korben ডাউনলোড শুরু হয়ে যাবে]]

আপনার এন্ডোয়েড মোবাইলে একটি এ্যাপর মাধ্যমে আপনার ছবিতে দেন Oil ইফেক্ট”Portrait Painter.apk” তাক লাগিয়ে দেন আপনার বন্ধুদের।

 
oil
আসসালামু আলাইকুম, আপনাদের শুভেচ্ছা জানিয়ে আজকের টিউন শুরু করছি। কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভাল আছেন সৃষ্টিকর্তার রহমতে। যাই হোক এবার কাজের কথাই আসি। আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি”Portrait Painter.apk” এ্যাপটি নিয়ে।যার সাহায্যে আপনি আপনার ছবিতে oil ইফেক্ট দিতে পারবেন। এ্যাপটির Size মাএ ১৫ মেগাবাইট। এ্যাপটির মূল্য হল ১.৯৯ ডলার।
 oil2
Portrait Painter is a professional painting tool that automatically creates a finely painted gallery-style Portrait from any image or snapshot then adds color, light and texture, which harmonize intelligently. Artists, photographers & Hobbyists will love watching their subjects transcend from the living to become immortalized in a timeless masterpiece.
File-Name: Portrait Painter.apk
File-Size: 15 MB
Current Version: 1.10
Google Price: 1.99 $






আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর অবসর সময় কাটান গেইম খেলে ও মুভি দেখে।

এবার আপনার ফোন হবে আরও ফাস্ট, ক্লিন মাস্টার দিয়ে (যেটা থাকা মাস্ট)

 
Unnamed
আপনার ফোন কি চালাতে চালাতে হ্যাং করছে? আপনার ফোন কি চলতে চলতে বন্ধ হচ্ছে? কাজ করছে খুব স্লো?
তাহলে সফ্টওয়ার টি আপনার জন্য
Clean Master.apk

10.0 MB
Download Link

শুরু হচ্ছে BPL! সব খেলা দেখতে পারবে LIVE নিজের মোবাইলে।

 
Unnamed

বিপিএল খেলা জমে উটুক ৷
BPL খেলা দেখতে
পারবে LIVE নিজের মোবাইলে।

কিছু দিন আগে banglalink mobile tv সিয়ার করছিলাম অনেকেই ডাওনলোড করেছিলেন ৷
আর যারা ডাওনলোড করেনি তারা আজকে অহনি ডাওনলোড করে নিন ৷
File Name: Banglalink MobileTV.apk
• Size: 866.13 KB
Download Bpl Tv apps
Download Tv

ক্রিকেট আমাদের অগংকার আর
BPL খেলা আমাদের গৌরব ৷
টানা দুবছর (১২-১৩) বিপিএল হবার পর খেলার কিছু অনিয়মের কারনে বন্ধ ছিল খেলা , মিমাংসা হবার পর ২০১৫ সালে আবার খেলা হচ্ছে বিপিএল ৷
আপরা বেশিরভাগ লোক টিভিতে খেলা দেখে থাকি কেউ বড় পর্দায় দেখে আবার কেউ কেউ স্টিডিয়ামে দেখে ৷
যারা টিভিতে দেখে তাদের অনেক ঝামেলা হয, বারিতে কোন মহিলা থাকলেত আরো বেশি ঝামেলা স্টারজলসা নিয়ে, ছোট বাচ্ছা থাকলেত কার্টুন দেখা নিয়ে ব্যাস্ত এবং কারেন্ট হারাই তাহলে তখন খুব খারাপ লাগে ৷
এসব ঝামেলা হবে না আর সেই জন্যা আমি নিয়ে এলাম Live BPL TV

এবার আপনার মোবাইলে কল আসবে পুল আইফোন স্টাইলে। ( না দেখলে মিস )

 
Unnamed
সময় বেশি নাই ।
.
তাই বকবক করুমু না
সরাসরি কাজে চলে
যাই।
,
নিচ থেকে ডাউনলোড
করুন আর বন্ধুদের
চমক দিন।
আর একটা কথা কেউ
মিস করবেন না।
,
কারণ সাইজে ও কম

Monday, October 19, 2015

নিজের পছন্দের ছবি দিয়ে হবে কোড (খুলতে পারবে না কেউ আপনার মোবাইল টি) নিয়ে দারুন এক Android Apps

 
Unnamed
আজ আপনাদের জন্য নিয়ে আসলাম দারুন এক Keypad Lock Screen যা আপনার পছন্দের ছবি দিয়ে Lock করে রাখতে পারবেন, এতে কেউ বুঝতে পারবে না আপনি কি দিয়ে লক করেছেন আপনার প্রিয় মোবাইলটি.
তাহলে আর দেরি কেন

এখান থেকে

প্রথমে ডাউনলোড করে নিন, তারপর অন্যান্য Apps এর ন্যায় ইন্সটল দিন।
তারপর চালু করুন।
এবার Sceurity থেকে আপনার আপনার লক সিলেক্ট করুন।
তারপর Photo Keypad Settings থেকে আপনার ছবি গুলো দিয়ে দিন যেগুলো কে লক পার্সোয়ার্ড হিসাবে কাজ করবে।
আর Lockscreen Wallpaper থেকে ডিফল্ট ১২ টি ওয়েলপেপার আছে HD পছন্দের টা সিলেক্ট করতে পারবেন। আর পছন্দ না হলে আপনার পছন্দের ওয়েলপেপার দিতে পারবেন।
বাকি আরো অনেক কাজ আছে যেগুলো আপনি একটু ট্রাই করলেই বুঝবেন।

Thursday, August 27, 2015

আপনি কি অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করতে চান ? তাহলে পোস্ট টি আপনার জন্যই . . !

 
TrickRound.Com

আপনারা যারা অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করতে চান কিন্তু কিভাবে তা জানেন না । আবার যারা যারা নিজের ওয়েবসাইটের জন্য অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করতে চান এই পোস্টটি তাদের জন্য । তাহলে আপনাদের আমার মত আর কষ্ট করে অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভলপমেন্ট কোর্স করতে হবে না ।কোনো কষ্ট না করেই মাত্র পাঁচ মিনিটেই তৈরি করতে পারবেন আপনার স্বপ্নের অ্যান্ড্রয়েড অ্যাপস । আর দেরি না করে নিচের লিঙ্কগুলো থেকে যেটা আপনার পছন্দ হয় সেটা দিয়ে তৈরি করে নিন আপনার স্বপ্নের অ্যান্ড্রয়েড অ্যাপস ।

1. http://www.appyet.com
2. http://apps-builder.com
3. http://www.appsgeyser.com
4. http://web2apk.com/
5. http://www.makemedroid.com/
6. http://apkcreator.frankwebstudio.com/
7. http://makeapk.com/
8. http://appshed.com/
9. http://www.infinitemonkeys.mobi /
10. http://www.appmakr.com
11. http://www.buzztouch.com/
12. http://www.appsbar.com/
13. http://www.andromo.com/
14. http://www.como.com/
15. http://appsmakerstore.com/
16. http://appclay.shephertz.com/android-app-builder
17. http://www.mobappcreator.com/
18. http://appery.io/
19. http://mobileroadie.com
20. http://biznessapps.com

অরজিনাল স্যামসাং চেনার সহজ উপায়।

 
বিভিন্ন বাজার এবং অনলাইন কেনাকাটার ওয়েবসাইটে দেদারসে বিক্রি হচ্ছে স্যামসাংয়ের নকল স্মার্টফোন। দামি স্মার্টফোন গুলোর নকলই মূলত দেশের বাজারে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে অ্যাপলের আইফোন এবং স্যামসাংয়ের বিভিন্ন মডেলের নকল ফোন প্রকাশ্যে, এমনকি নকল ঘোষণা দিয়েই বিক্রি হচ্ছে। নকল হওয়া স্মার্টফোনের ক্ষেত্রে স্যামসাংয়ের ফোনের সংখ্যাই বেশি। তবে সনি ও এইচটিসির দু-একটি মডেলের স্মার্টফোনের নকলও বাজারে দেখা যায়।
নকল স্যামসাং ফোন চিনবেন যেভাবে
পর্দার চারপাশে একটি কালো আকৃতির খালি অংশ থাকে।
আসল স্মার্টফোনের হোম বাটনটি পর্দার নিচে খুব কাছাকাছি থাকবে। নকলগুলোতে একটু নিচে থাকে, যা খেয়াল না করলে বোঝা যায় না।
নকল ফোনে স্যামসাংয়ের লোগোতে নখ বা অন্য কিছু দিয়ে আঁচড় কাটলে সেটি উঠে যায়।
নকল স্মার্টফোনের প্যাকেটের সঙ্গে সাধারণত একটি ফ্লিপ কভার বিনা মূল্যে দেওয়া হয়, যা আসল ফোনের সঙ্গে থাকে না।
ওপরের পদ্ধতিগুলো প্রয়োগ করেও যদি বুঝতে না পারেন যে সেটি আসল না নকল ফোন সে ক্ষেত্রে ‘এলসিডি টেস্ট’ করে নিতে পারেন। ফোনটিতে *#০*# চাপুন। ফোন আসল হলে সঙ্গে সঙ্গে পর্দায় এলসিডি টেস্ট দেখা যাবে। নকল সেটে এটি কখনোই আসবে না।
আসল ফোনে *#১২৩৪# চাপলে ভার্সন এপি, সিপি ও সিএসসি সিরিয়াল নম্বর, *#০ *# চাপলে জেনারেল টেস্ট মোড এবং *# ০২২৮# দিয়ে ব্যাটারি স্ট্যাটাস দেখা যাবে। নকল ফোনে এসব ‘কোড’ কাজ করে না।

Tuesday, August 25, 2015

Play Store থেকে App ডাউনলোড করুন যেকোন ব্রাউজার দিয়ে

 
আসসালামু আলাইকুম, আশা করি ট্রিকবিডি পরিবারের সবাই ভাল আছেন।
অনেকেরই Play Store থেকে App ডাউনলোড করতে গিয়ে অনেক ঝামেলায় পোহাতে হয়। অনেকের বিনা কারনে স্টোরেজ ফুল শো করে আবার অনেকে চাচ্ছেন যে পিসি থেকে App গুলো ডাউনলোড করতে, তাহলে টিউনটি আপনার জন্য। আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে Play Store এর App আপনার ব্রাউজার থেকে সহজে ডাউনলোড করবেন। যাইহোক, চলুন শুরু করা যাক।
এর জন্য যা যা লাগবে:
০১. আপনার জাভাস্ক্রিপ্ট সাপোর্টিভ ব্রাউজার (ফোন বা পিসি থেকে)
০২. বুদ্ধি (সামান্য পরিমান হলেই চলবে)
যেভাবে কাজ করবেন:
আপনি যে এপটি ডাউনলোড করবেন সে এপটি ব্রাউজার থেকে গুগোল করে বের করুন। ধরুন আপনি ইন্টারনেট কলের জন্য স্কাইপি (Skype) এপটি ডাউনলোড করবেন। আপনি গুগোলে Skype apk লিখে সার্চ দিয়ে বের করুন। গুগোল আপনাকে বেশিরভাগ সময় প্লে স্টোর এর লিংক উপরের দিকে শো করবে। লিংকে প্রবেশ করলে আপনি প্লে স্টোরের অফিশিয়াল পেজে স্কাইপি পাবেন। ডাউনলোডের জন্য আপনাকে স্কাইপির প্যাকেজ নেম খুজে বের করতে হবে। কিভাবে খুজে পাবেন নিচের ছবিতে লক্ষকরুন। এখানে com.skype.rider হলো স্কাইপির প্যাকেজ নেম।
PicsArt_1440223685214
প্যাকেজ নেমটি কপি করার পর আপনি ব্রাউজার থেকে downloader-apk.com এ প্রবেশ করুন। নিচে ছবির মত একটা বক্স পাবেন, সেখানে কপি করা অংশ com.skype.rider পেষ্ট করুন।
PicsArt_1440223599719
ব্যাস, ডাউনলোড অপশন পেয়ে যাবেন। ডাউনলোড করুন।

এবার বৃষ্টি আসার আগে আপনার এন্ডোয়েড ফোন বলে দিবে | 100% Working Apps

 
প্রিয় ভাই ও বন্ধুরা BD Top Tips
সাইটে আপনাদের সাবাই কে
সাগ্বতম।আশা করি সবাই
ভালো ও সুস্থ আসেন এবং সবসময়
BD Top Tips এর
সাথে আছেন। হা ভাই সত্যি
এবার সময় সহ বৃষ্টি আসার আগে
বলে দিবে এই এপস টি !
Name: Rain Automatic Voice
Size: 3.41 MB
Download Now
সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন

Wednesday, August 12, 2015

How to Schedule SMS and Social Messages With Schemes?

 
Social media has become an integral part of everyone’s life and so has changed the way of expressing our thoughts. The generation believes in everything that is readily available and in our case, it is the technology that you need right on your fingertips. It is not just the friend circle conversely the business world too revolves around the social media.
Schedule SMS and Social Messages
One needs to be productive all the time and on the web; productivity is all about right scheduling and time management. This is where Schemes aims to address.

What is Schemes ?


Schemes is a simple android application that allows you to schedule your messages via Facebook, Twitter, Email (for Gmail only) and SMS. Whether you need to send that birthday text to your Facebook friend exactly at twelve midnight, Tweet about something exciting that you came across, make Facebook status updates, or send that important business mail during the odd hours, Schemes is right there for you.
The Size of this Usefull app is 4.7mb and you require to have android 2.3 and up to Run this app on your Device Smoothly. Talking about the User Interface then nothing Complicated there, User interface is very user Friendly.

How to Schedule SMS and Social Messages


  • Scheme is Created by Flozzo, an XDA senior member, Schemes features clear Holo card-based UI. The UI is sleek to support numerous forms of communication and offers settings that other similar apps never bothered to include. The app is Specially created to Schedule SMS and Social Messages.
  • One can easily schedule SMS, emails, tweets and FB status from any device.What that means is You can Write your message any time and schedule it for the time to send to any person you want. For eg: you need to send a Happy birthday message to your friend at 12, but you know you wont have access to internet at that time or you are busy because of  xyz reason, you Can Schedule your message , the rest will be done.
  •  All you do is Create a message by tapping on Message icon, This takes you to the Compose Screen where you can type your Message to be Sent, Select Recipient and date & time.
  • Setting date and time is quite easy and the messages can be scheduled on up to four networks simultaneously. You receive a notification when the message is sent where you can easily edit or cancel the messages and there is lot more to it.To Schedule posts on Social media, you need to Connect your account with Scheme.
The application offers you unlimited possibilities for the social media freaks. Your future messages stay secure in a thread like manner and Schemes will never post. So go Schedule SMS and Social Messages with this automated communication system and let the world know of what you are up to.

Tuesday, August 11, 2015

Trick to Access a Windows Desktop from Your SmartPhone or Tablet

 
Yes,you can Access a Windows Desktop from Your SmartPhone or Tablet. IPads and android tablets or Smartphone can’t run windows app locally, but with this you can remote your windows desktop, even with a physical keyboard. Many apps has been developed and launched like Microsoft remote desktop app, TeamViewer for Remote Control, among which Microsoft app is mostly used for professional use while the other app can also be used for personal uses.
Access a Windows Desktop from Your SmartPhone or Tablet

Microsoft’s remote desktop app 


This app has reduced the work load from one’s head of staying in the home and working all the day and cancelling the vacations and many more just because of the work info is available in your PC. With Microsoft remote desktop app, you can connect to your work resources and remote PC from anywhere you feel like working. This app is mostly used for business and professional use rather than the personal use.
Features of this app :
  • Access your desktop with your phones easily.
  • Rich multi-touch experience with remote desktop protocol (RDP).
  • It has an outstanding feature or technology, namely Network Layer Authentication which secure connection to your data and applications.
  • High quality video and sound streaming.
Review for this app :This app is friendly for the business related persons or for the professional use but not so friendly for the personal use.

TeamViewer for Remote Control


This app is friendly for the personal use too no matter wherever you are, rather than controlling your own computer you can also remotely troubleshoot your relatives PC.
Features : 
  • Access to computers (windows, Mac, Linux) is possible also during a telephone call.
  • Transfer the files from your PC to phone or from phone to PC.
  • Automatic quality adjustment.
  • Remotely reboot the computer.
  • TeamViewer free is for private use only e.g. to access or solve your or your friends computer problems.
All you have to do is Download an Install Teamviever on Your Desktop and Mobile, after installing on your smartphone you will have to login with the details that teamviewer window displays.

Other Options: Other than these two apps you surely have other options too if you are not friendly with both of them.
Splashtop: This is another popular remote desktop app that people reportedly has said that it is faster. But unfortunately this is not a free app as it may cost you around $20 at regular price. And to use it over internet you need to buy an additional “Anywhere access pack”. This app can be used or purchased if you don’t mind spending money or if you need a faster app to complete your work fast.

Saturday, August 8, 2015

How To Unlock Windows Computer from Android/iPhone?

 

How To Unlock Windows Computer from Android/iPhone

With this method you need your smartphone to unlock your computer after logging in into your windows login screen and for that you have to connect your smartphone with your PC to identify the right authentication to PC to unlock it. So read out the below steps proceed.

Steps To Unlock Window Computer from Smartphone :-

  1. First of you need to download the Rohos Logon Key Software in your device which you want to pair out with smartphone.
    Rohos For Windows   Rohos For Mac OS   Rohos For Android   Rohos For iPhone
  2. Now launch the program in your windows and you will see screen like below.1
  3. Now there click on Options there and set the settings as shown on the screenshot below.2
  4. After selecting all the options click on ok.
  5. Now select the setup a key there and the select the QR code method to verify your key there.
  6. Now download the mobile app from the above link and scan the QR code from that app displaying on the screen and your mobile will detect your PC.3
  7. Thats it you are done now your pc is authenticated with your smart device and every time after unlocking from windows screen you will need your smart device to unlock the second authentication process.
So above we have discussed about How To Unlock Window Computer from Android/iPhone Smartphone, this is a very cool way to secure your computer as if someone get to know your login password you computer will not get open until it get the security key that is your smartphone that will be always with you. Hope you like our work, do share our cool stuff with others too. leave a comment below if you have any related queries.
Join Our Newsletter