M.A Al-Noman

Dhaka, bangladesh

Get Update on our recent Tips & Posts

Showing posts with label JS. Show all posts
Showing posts with label JS. Show all posts

Friday, January 1, 2016

জাভাস্ক্রিপ্ট কিভাবে লিখতে হয় (Javascript Syntax Tutorial in Bangla)

 
আগেই জেনেছি জাভাস্ক্রিপ্ট কোড HTML কোডের ভিতর লেখা হয়।
06.</script>
07.</head>
08.<body>
09. 
10.
11. 
12.</body>
13.</html>
--> এই ট্যাগ দিয়ে। কাজ করবে। যেমন async দিয়ে পেজের যেকোন কাজ যাতে বন্ধ না হয় কিংবা স্ক্রিপ্ট লোডের জন্য দেরি করতে না হয় সেটা ঠিক করে দেয়া যায়। এক্সটার্নাল ফাইলের ক্ষেত্রে শুধু এটা প্রযোজ্য। charset, defer ইত্যাদি এট্রিবিউট আছে তবে এগুলি সাধারনত ব্যবহার করা হয়না বা লাগেনা।

** defer দিলে পেজ সম্পূর্ন আগে লোড হবে এরপর জাভাস্ক্রিপ্ট কোড এক্সিকিউট শুরু হবে। এটাও শুধু এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট এর ক্ষেত্রে ব্যবহার হয়। দিতে হয় নিচের মত
1.<script type="text/javascript" src="/test.js" defer></script>


প্রথম জাভাস্ক্রিপ্ট কোড
01.
02.<html>
03.<head>
04.<script type="text/javascript">
05.alert('Hi বিডি আইটি জোন');
06.</script>
07.</head>
08.<body>
09. 
10.
11. 
12.</body>
13.</html>


এলিমেন্ট
যদি ব্রাউজার জাভাস্ক্রিপ্ট সাপোর্ট না করে কিংবা ব্রাউজারে জাভাস্ক্রিপ্ট disable করা থাকে তখন এই noscript এলিমেন্টের ভিতরে রাখা কনটেন্ট ব্রাউজারে দেখাবে। এর ভিতরে যেকোন এইচটিএমএল এলিমেন্ট রাখা যায়।
এলিমেন্টটি  এর ভিতর রাখতে পারেন। যেমন
01.
02.<html>
03.<head>
04.<script>
05.document.write('Hi বিডি আইটি জোন');
06.</script>
07.</head>
08.<body>
09. 
10.<noscript>
11.<h1>You browser need to be javascript enabled</h1>
12. 
13.</noscript>
14. 
15.</body>
16.</html>

** আপনার ব্রাউজারে জাভাস্ক্রিপ্ট disable করে দিয়ে দেখুন এর ভিতরের কোন কিছুই ব্রাউজারে দেখাবেনা।

==========
** জাভাস্ক্রিপ্টে দুটি স্ট্রিংকে সংযোগ (concatenate) করতে হয় প্লাস (+) চিহ্ন দিয়ে, পিএইচপিতে যেমন আমরা ডট (.) দিয়ে করি। যেমন
1.var x = 'The largest Bengali tutorial site';
2.var y = ' is বিডি আইটি জোন';
3.document.write(x + y + '
'
);
4. 
5. 
6.// you may add this way
7.document.write('The largest Bengali tutorial site' + ' is বিডি আইটি জোন');
আউটপুট
The largest Bengali tutorial site is বিডি আইটি জোন
The largest Bengali tutorial site is বিডি আইটি জোন

** প্রতিটি জাভাস্ক্রিপ্ট লাইন সেমিকোলন (;) দিয়ে শেষ করতে হয় তবে বাধ্যতামূলক নয়।

** number এবং string যোগ করলে জাভাস্ক্রিপ্ট নাম্বারকে স্ট্রিং হিসেবে গন্য করবে এবং নিচের মত আউটপুট দেবে।
1.var x = 'The largest Bengali tutorial site ';
2.var y = 8;
3.document.write(x + y);
আউটপুট
The largest Bengali tutorial site 8
Join Our Newsletter