M.A Al-Noman

Dhaka, bangladesh

Get Update on our recent Tips & Posts

Friday, August 7, 2015

কিভাবে ব্যাবহার করবেন উইন্ডোজ রেজিষ্ট্রি…

Posted by   on Pinterest

কিছু কিছু টিপস বুঝতে হলে উইন্ডোজ রেজিষ্ট্রির ব্যাবহার জানতে হয়। তাই রেজি: ব্যাবহারের কিছু সাধারন নিয়ম কানুন নিয়ে খুব অল্প কথায় এই পোষ্ট। রেজি: ওপেন করা 1. স্টার্ট মেনুতে অবস্থিত Run গিয়ে লিখুন regedit 2. ওকে করলেই ওপেন হয়ে যাবে রেজি: এডিটর। 3. তারপর বিভিন্ন সেকশানগুলো এক্সপান্ড করলেই পেয়ে যাবেন কি ভ্যলুগুলো রেজি: এডিট : 1. নতুন ভ্যালু যুক্ত করতে হলে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে.. তারপর নিউ তে গিয়ে string, binary, DWORD ইত্যাদি সিলেক্ট করুন। 2. নতুন কি যোগ করতে Key তে ক্লিক করতে হবে
রেজি: এক্সপোর্ট করা:
রেজি:তে কোন পরিবর্তন করার আগে এক্সপোর্ট করে নেয়া ভাল। তাতে সিষ্টেমের কোন ক্ষতি হয়ে গেলে আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারবেন।
1.
ফাইল মেনুতে গিয়ে এক্সপোর্ট কমান্ড ব্যাবহার করুন।
2.
লোকেশন ঠিক করে সেভ করুন
রেজি: ইমপোর্ট করা:
কোন কারনে রেজি: তে কোন সমস্যা হয়ে গেলে ভাল অবস্থায় এক্সপোর্ট করা রেজি: ফাইলটি ইমপোর্ট করে নিলেই সিষ্টেম আগের অবস্থায় ফিরে আসে।
1.
ফাইল মেনুতে গিয়ে ইমপোর্ট কমান্ড দিন
2.
পূর্বে সেভ করা রেজি: ফাইলটি খুজে বের করুন। তারপর ওপেন করুন।
(
রেজি: ফাইলটি সরাসরি খুঁজে বের করে ডাবল ক্লিক করলেও ইমপোর্ট হয়ে যায়।)

No comments:
Write comments

Join Our Newsletter