M.A Al-Noman

Dhaka, bangladesh

Get Update on our recent Tips & Posts

Wednesday, December 9, 2015

WiFi Password হ্যাক করুন সহজে!! (Free Software + Tutorial + Screenshot)

Posted by   on Pinterest



কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন এবং সব সময় ভাল থাকবেন এই দোয়া করি। আমার জন্য ও দোয়া করবেন যেন আর ভাল ভাল টিউন করতে পারি।
আজ আমি আপনাদের জন্য যে সফটওয়্যারটি নিয়ে এসেছি, যাহা দিয়ে আপনি সহজে WIF ইন্টারনেট ব্যবহার করতে পারবেন যে কোন জায়গায়। তবে যে খানে WIFI ইন্টারনেট আছে, সেখানে আপনি WIFI ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
আমি এ পর্যন্ত যতগুলো WIFI PASSWORD HACKING সফটওয়ার দেখেছি তার মধ্যে এ সফটওয়ার সবচেয়ে কার্যকারী। কারন আমি তার বাস্তব প্রমান।
আপনার ল্যাপটপটা নিয়ে কথাও গেছেন বা আপনার রুমের কম্পিউটারে WIFI SINGNAL পেলেন, কিন্তু আপনি WIFI PASSWORD জানেন না। তখন আপনি কি করবেন। তখন এ সফটওয়ারটা ব্যবহার করে দেখতে পারেন। আর আপনি WIFI এর STRONG SINGNAL পেতে একটা WIFI ANTENNA ব্যবহার করতে পারেন।
সফটওয়ারটি ইন্সটল করা একদম সহজ। শুধু সফটওয়ারটি Normally বাবে ইন্সটল করলেই হবে। যেখানে WIFI SINGNAL পাবেন সেখানে রান করালেই হবে। Automatic বাবে WIFI কানেকশন হয়ে যাবে।
ওহ আর একটি কথা, তাহল যখন সফটওয়ারটি রান করাবে, তখন ঐ wizard যে লাল SINGNAL গুলো দেখবেন তা হল PASSWOEED PROTACTION। এগুলো কানেকশন হবে না। আর যে গুলোর SINGNAL হুলুদ আর নিল সে WIFI SINGNAL গুলো কানেকশন হবে।
যখন কানেকশন হবে তখন AUTOMATIC INTERNET EXPORER ওপেন হয়ে যাবে। তারপর থেকে মজা মারতে থাকবেন ইন্টারনেটের।
কথা না বারিয়ে এখানে ক্লীক  করে ডাওনলোড করে নিন


No comments:
Write comments

Join Our Newsletter