M.A Al-Noman

Dhaka, bangladesh

Get Update on our recent Tips & Posts

Tuesday, February 7, 2017

ভালবাসা আর সত্যিকারের বাস্তবতা

Posted by   on Pinterest



আচ্ছা, আমার যদি বিয়ে হয়ে যায় তুমি কি করবে ? ( মেয়ে )
– কি আর করব ? ভুলে যাবো।
– সত্যি ?? তুমি পারবা ? ( মন খারাপ করে )
– অবশ্যই। তবে আমার আগে তুমি নিজেই আমাকে ভুলে যাবে।
– কখনোই নাহ।
– বলছি তাহলে। শুনো ;
বিয়ের দিন কিছুক্ষণ পর পরই আমার কথা মনে হবে তবে তা খুবই অল্প সময়ের জন্য। তখন তুমি প্রচন্ড ব্যস্ত সময় পার করবে। সবার সাথে পরিচয়, কথাবার্তা, ফটো তুলতে তুলতেই সময় চলে যাবে। বিয়ের পরের সাত-আট দিন সবার বাসায় যাওয়া আসা করতে করতেই সময় চলে যাবে। মাঝে মাঝে মনে পড়বে যখন রিক্সায় বসে ও তোমার হাত ধরবে কিংবা চুলে ফুল গেঁথে দিবে। বিয়ের পরের মাসে হানিমুনে যাবে.. কোনো সমুদ্রের তীরে তার সাথে বসে কিছু রোমান্টিক সময় পাড় করবে আর মনে মনে ভাববে আমার সাথে বিয়ে না হয়ে হয়তো ভালোই হয়েছে। এভাবেই কেটে যাবে কয়েকটা মাস। নিজের একটা ছোট্ট সংসার তৈরি হবে। হয়তো ছোট্ট সংসারে পরিবারটা আরেকটু বড় হবে।
এবার আমার কথা বলি : যখন তোমাকে অন্যের হাতে তুলে দেওয়া হবে তখন হয়তো আমি অন্য জগতে থাকবো। নিকোটিন , নেশাদ্রব্য আমাকে রীতিমতো গ্রাস করে ফেলবে। মাঝে মাঝে চোখ থেকে দু-চার ফোঁটা জল পড়বে। মোবাইলের ডিসপ্লের দিকে তাকিয়ে সারাটা রাত কাটিয়ে দিব আর বলব, মানুষ যা চায় তা পায় না।পরের দিনগুলো রীতিমতো আরো ভয়ংকর ভাবে কাটবে। তোমার সাথে কাটানো মুহুর্ত গুলো আমাকে কষ্টের শেষ সীমানায় নিয়ে যাবে। একটা সময় আসবে যখন পরিবার, সমাজ আমাকে বিচ্ছিন্ন করে দিবে। তখন আমার আপন বন্ধু হবে অন্ধকার। হয়ত মা মাঝে মাঝে এসে বুঝাবে… এভাবেই কেটে যাবে কয়েকটা মাস কিংবা বছর। একটা সময় আসবে যখন আবার নিজেকে সবার মাঝে মেলে ধরতে হবে। তখন হয়তো ভালো একটা চাকরি পেয়ে বাবাকে মুক্তি দিবো। আর কিছুদিন পর হয়তো কোনো এক মেয়েকে বিয়ে করে ছোট্ট একটা সংসার করব যেখানে কিছু কিছু স্বপ্ন থাকবে।
তবে বিশ্বাস করো, এমন একদিন আসবে যখন আমার ও আর তোমার ও ঘুমে আচ্ছন্ন থাকবে। জাগ্রত থাকব তুমি আর আমি। মনে পড়বে সেই দিন গুলোর কথা। চোখ থেকে দু ফোঁটা জল পড়বে। উফ ঘুমাতে হবে। কাল আবার ওদের স্কুল আছে আর আমার অফিস….

No comments:
Write comments

Join Our Newsletter