WinRar দিয়ে আপনার ফাইল কম্প্রেস করছেন কিন্তু তেমন কাজ হচ্ছে না , সর্বোচ্চ ২-৩ মেগাবাইট সাইজ কমে যাচ্ছে , কিন্তু গেম বা ইন্টারনেটে পাওয়া সফটওয়্যর গুলোর কম্প্রেস ফাইল এর আকারথাকে মূল ফাইলের ও অর্ধেক ,
ছোট একটি কাজ না করার জন্য আপনার উইন র্যার সফটওয়্যার টি তার সামর্থ্য দেখায় না , প্রথমেই আপনি যে ফোল্ডারটি কম্প্রেস করতে চান তাতে মাউসের রাইট বাটন ক্লিক করুন Add to archive এ ক্লিক করুন। নীচের ছবির মত একটি উইন্ডো আসবে । Archive name and parameters নামে একটি উইন্ডো আসবে। এবার Archive format থেকে RAR সিলেক্ট করুন এবং Compression method থেকে Best সিলেক্ট করে OK দিন। তাহলে আপনার ফাইলটি সর্বোচ্চ কম্প্রেস হবে।

No comments:
Write comments