M.A Al-Noman

Dhaka, bangladesh

Get Update on our recent Tips & Posts

Showing posts with label Android Tips. Show all posts
Showing posts with label Android Tips. Show all posts

Thursday, April 23, 2020

যে কারণে আপনার ফোনটি বিস্ফোরিত হতে পারে [ কেউ মিস করবেন না ]

 

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।

মোবাইল ফোন বিস্ফোরিত হয় কেন? আর কীভাবেই বা আপনি আপনার ফোনকে বিস্ফোরণের হাত থেকে রক্ষা করবেন? এই প্রশ্নের উত্তর খুঁজব আজকের পোস্টে।
আজকাল ইন্টারনেট খুললেই মোবাইল বা স্মার্টফোনের ব্যাটারিতে আগুন ধরে যাওয়া কিংবা ফোন বিস্ফোরণের মত ঘটনাগুলো চোখে পড়ে। অনেক ক্ষেত্রেই এসব ঘটনায় ব্যবহারকারী আহত হওয়ার মত দুঃখজনক ঘটনাও দেখা যায়। এই তো কিছুদিন আগেই একটি ফোন বিস্ফোরিত হয়ে তাতে আহত একটি মেয়ে শেষ পর্যন্ত মারাই গেল। বিশ্বের নামীদামী ফোন নির্মাতা যেমন অ্যাপল ও স্যামসাং এর তৈরি ফোনও বিস্ফোরিত হওয়ার রেকর্ড আছে। স্যামসাং তো ২০১৬ সালে তাদের ফ্ল্যাগশিপ ফোন গ্যালাক্সি নোট সেভেন বিস্ফোরণের ঘটনায় পুরো মডেলটিই মার্কেট থেকে তুলে নিতে বাধ্য হয়েছিলো। তাই এটা নিয়ে সিরিয়াসলি ভাবারও সময় এসেছে।
স্মার্টফোনের সব অংশ বিস্ফোরণের জন্য দায়ী নয়। মূলত এর ব্যাটারিটিই বিস্ফোরিত হওয়ার ঘটনা বেশি চোখে পড়ে। বাকী যন্ত্রাংশ আসলে বিস্ফোরিত হওয়ার মত তেমন কিছু দিয়ে তৈরি নয়। ফোনে ব্যবহৃত লিথিয়াম আয়ন বা লিথিয়াম পলিমার ব্যাটারি যথেষ্ট উন্নত প্রযুক্তিতে তৈরি, এবং এই ব্যাটারিগুলো স্ট্রেস নেয়ার উপযোগী করেই বানানো হয়েছে। কিন্তু তা সত্বেও দুটি কারণে এসব ব্যাটারিও কখনো কখনো বিস্ফোরিত হতে পারে। প্রথমটি হলো পাঙ্কচার বা লিকেজ। হাত থেকে পড়ে, অত্যাধিক চাপে, কিংবা আঘাত লেগে আপনার ব্যাটারির সেলগুলো পাঙ্কচার হয়ে এদের মাঝে শর্ট সার্কিট হয়ে ব্যাটারিতে আগুন ধরতে পারে। আর সস্তা, আজে বাজে ব্র্যান্ডের ব্যটারিগুলোতে মাইক্রস্কোপিক অনেক ভেজাল মিশ্রিত থাকতে পারে। এগুলোও অনেক ক্ষেত্রেই সেলগুলোর সংস্পর্শে এসে শর্ট সার্কিট ঘটাতে পারে।
তবে স্যামসাং গ্যালাক্সি নোট সেভেন এর ক্ষেত্রে যেটা ঘটেছিল তা হলো চার্জ হওয়ার সময় বিস্ফোরিত হওয়া। চার্জ হওয়ার সময় ব্যাটারিতে তাপ উৎপন্ন হয়। এই তাপও হতে পারে ব্যাটারি বিস্ফোরিত হওয়ার কারণ। প্রচণ্ড উত্তাপ ব্যাটারিতে শর্ট সার্কিট তৈরি করতে পারে। যদিও অনেক স্মার্টফোন প্রস্তুতকারকই তাদের ব্যাটারিতে ওভারহিটিং প্রটেক্ট করার সিস্টেম দিয়ে থাকে। কিন্তু তার পরেও স্যামসাং এর মত ভালো ব্র্যান্ডের গ্যালাক্সি নোট সেভেনও বিস্ফোরিত হয়েছিল। তারা দাবি করে যে তারা বিভিন্ন ম্যানুফ্যাকচারার এর কাছ থেকে ব্যাটারি কিনে থাকে। হয়তো তাদেরই কোনো একটা ব্যাচ এর ব্যাটারিতে ত্রুটি ছিল।

কীভাবে বিস্ফোরণের হাত থেকে নিজের ফোন আর পাশাপাশি নিজেকেও রক্ষা করবেন?

 এটা বলা মুশকিল। কিন্তু তার পরেও সতর্কতামূলক কিছু ব্যবস্থা নিতেই পারেন।
***স্মার্টফোন বেশি গরম হয়ে গেলে সাথে সাথেই চার্জে লাগাবেননা। আর যদি চার্জ হতে হতেই গরম হয়ে যায় তাহলে ফোনটি চার্জার থেকে খুলে ফেলুন এবং ঠাণ্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করে আবার চার্জে লাগান। এই সমস্যা চলতে থাকলে সার্ভিস সেন্টারে যোগাযোগ করুন।
***সেটের সাথে দেয়া চার্জারটি ব্যবহার করুন। আর যদি সেটি নষ্ট হয়েই যায় তাহলে একটু কষ্ট করে এবং বেশি টাকা দিয়ে হলেও আপনার ফোন প্রস্তুতকারকের তৈরি বা এপ্রুভড কোনো চার্জার কিনুন।
***অনেকেই ফোন চার্জে দেয়া অবস্থায় বিছানায় শুয়ে ফোনে নেট ব্রাউজ করেন কিংবা মুভি দেখে থাকেন। তবে এটা খেয়াল রাখবেন ফোন চার্জে থাকা অবস্থায় নিজের শরীরের নিচে কিংবা বালিশের নিচে যাতে ফোনের অবস্থান না হয়। কারণ এসব ক্ষেত্রে ফোন বেশি গরম হয়ে যেতে পারে, এবং তা থেকে দুর্ঘটনা ঘটতে পারে।
***আপনার ফোনটি কোথায় চার্জ দিচ্ছেন সেটি অবশ্যই খেয়াল রাখুন। ফোন উত্তপ্ত কোনো স্থানে কিংবা সরাসরি সূর্যালোকের নিচে রেখে কখনোই চার্জ দিবেননা।
***যেকোনো অবস্থায় ফোন অস্বাভাবিক রকম গরম হলে ব্যাপারটি এড়িয়ে না গিয়ে বরং ভালোভাবে লক্ষ্য করুন যে উত্তাপ বাড়ছে কিনা। যদি উত্তাপ শুধু শুধুই বাড়তে থাকে তাহলে ফোনটি দূরে নিরাপদ স্থানে রেখে দূর থেকেই পর্যবেক্ষণ করুন যে ফোনটি বিস্ফোরিত হতে যাচ্ছে কিনা। সম্ভব হলে ফোনটি বন্ধ করে রাখুন।
তো আজ এই পর্যন্তই। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন এবং বিডি আইটি জোন এর সাথে থাকবেন, ধন্যবাদ।


Saturday, October 14, 2017

আপনার কম্পিউটার থেকে অ্যালার্ম পাঠান আপনার অ্যান্ড্রয়েড ফোনে !!

 




অ্যালার্ম সেট করা, রিমাইন্ডার সেট করা কিংবা নোট লিখা, এই কাজগুলো আমাদের অ্যান্ড্রয়েড ফোনে আমরা সচারচর করে থাকি । কিন্তু এই কাজ গুলি কম্পিউটার থেকেই করা যাই । সম্প্রতি সে ব্যবস্থা চালু করেছে গুগল। অ্যালার্ম সেট করা কিংবা এই জাতীয় যে কাজগুলো আছে, অ্যান্ড্রয়েড ফোনের জন্য সেই কাজটি করে নেওয়া যাবে কম্পিউটারে গুগল সার্চ থেকেই।

গুগল সার্চ থেকে এখন চাইলেই আপনি খুবসহজে আপনার অ্যান্ড্রয়েড ফোনের জন্য অ্যালার্ম সেট করতে পারবেন,নোট লিখতে পারবেন কিংবা কোন স্থানের জন্য ডিরেকশন নির্ধারণ করতে পারবেন।

১. এজন্য আপনার ফোনে ইন্সটল করা থাকতে হবে গুগল অ্যাপের সর্বশেষ সংস্করণ।
২. এরপর আপনার ফোনে থাকা Google Now অ্যাপটি চালু করুন এবং উপরে বামদিকে থাকা কন্টেক্সট মেন্যুতে ট্যাপ করুন।
৩. এখানে থাকা Settings মেন্যু থেকে Account & Privacy> Google Account History থেকে Web & App  Activity ফিচারটি চালু করে নিন।
৪. এবার আপনার ডেস্কটপ ব্রাউজার থেকে
আপনার গুগল অ্যাকাউন্টে সাইন-ইন করুন।

এবার আপনি আপনার ফোনে কমান্ড পাঠাতে প্রস্তুতঃ 

১. ‘Find my phone’- গুগল সার্চে এই কীওয়ার্ড লিখে সার্চ দিলে সার্চ রেজাল্টে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনের সর্বশেষ অবস্থানের মাপ দেখতে পাবেন।এছাড়া আপনার ফোনে টানা ৫ মিনিট রিং ব্যাক কিংবা লক করার কাজটিও করে নিতে পারবেন এখান থেকে। তবে এই ফিচারটি ব্যবহারের জন্য আওনার ফোনে ইন্টারনেট সংযোগ চালু থাকতে হবে।




২. ‘Set a reminder’- আপনার ফোনে কোন রিমাইন্ডার সেট করতে চাইলে এই কীওয়ার্ড দিয়ে গুগল সার্চ করুন। সবকিছু সেট করে ‘Remind me on my devices’ লেখায় ক্লিক করুন।
৩. ‘Set an alarm’- এই কীওয়ার্ড ব্যবহার করে আপনার ফোনের জন্য অ্যালার্ম সেট করে নিতে পারবেন


৪. ‘Send directions to my phone’- কোন স্থানে যাওয়ার জন্য আপনি এই কীওয়ার্ড দিয়ে সার্চ করে জায়গার নাম উল্লেখ করলে আপনাকে সে জায়গায় যাওয়ার ডিরেকশন আপনার ফোনে পাঠিয়ে দেবে গুগল।
৫. ‘Send a note to my phone’- এই কীওয়ার্ড ব্যবহার করে গুগল সার্চ করে অতঃপর আগত বক্সে আপনার নোটটি লিখে Send note to your phone লেখাতে ক্লিক  করলে নোটটি পৌঁছে যাবে আপনার অ্যান্ড্রয়েড ফোনে।

Tuesday, February 7, 2017

দেখে নিন, কিভাবে Android ফোনের হার্ডওয়্যার Navigation Bar বন্ধ করবেন

 

যা যা লাগবে


1. Root Explorer or Es File Explorer.

কাজ


প্রথমে Root Explorer ওপেন করুন। তারপর /system/usr/keylayout তে যান।
ওখানে অনেক ফাইল দেখতে পাবেন।
সেখান থেকে Generic.kl ফাইল টি Text Editor দিয়ে ওপেন করুন।
নিচে যান এবং এই লেখা দুইটা খুজে বের করুন।
key 139 MENU WAKE_DROPPED
এবং
key 158 BACK WAKE_DROPPED
তারপর এই লেখা দুটির আগে # বসে দিন
তাহলে এরকম হবে
#key 139 MENU WAKE_DROPPED
এবং
#key 158 BACK WAKE_DROPPED
তারপর সেভ করুন এবং রিবুট দিন। দেখেন এগুলো আর কাজ করছেনা। আগের অবস্থায় ফিরতে # দুইটা কেটে দিন।
কোন সমস্যা হলে কমেন্ট করুন।
ভুল হলে ক্ষমা করুন।

Thursday, December 1, 2016

Status Bar-এর Color,Icon সবকিছু চেঞ্জ করুন খুব সহজে (No Root) !

 


Status Bar-এর Color,Icon সবকিছু চেঞ্জ করুন খুব সহজে।তাও আবার রুট করার ঝামেলা ছাড়াই। ☺
আশা করি খুব ভালো আছেন।পোস্টের প্রথম অংশ পড়েই হয়তো বুঝে গেছেন যে আজকের পোস্ট Status Bar নিয়ে।এবং মজার বিষয়টা হলো আজকের পোস্ট Root,Unroot উভয় ব্যবহারকারীদের জন্যে প্রযোজ্য।তাই সবাই পড়তে পাড়েন আজকের পোস্ট।
নামঃ Clean Status Bar
সাইজঃ 769Kb
রিকুয়েস্টমেন্টঃ All Android Phone

দেখে নিই একনজরে এই App টির কাজকর্ম ——
✪ খুব সহজে Status Bar এর যে কোন Icon চেঞ্জ করতে পারবেন।
✪ খুব সহজে যে কোন রং Status Bar এ দিতে পারবেন।
✪ আপনের পছন্দসই রঙ Add করতে পারবেন।
ব্যাটারি % চাইলেই তুলে দিতে পারবেন।
✪ সব Icon এ আপনে আপনের ইচ্ছা মোত Lollipop,kitkat,Jelly Bean এর Icon
গুলো ব্যবহার করতে পারবেন।


ভালো লাগলে অবশ্যই কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের সারা পেলে আমি আরও ভালো কিছু উপহার দিব। 😊

সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করতেছি।
ধন্যবাদ সবাইকে।

Wednesday, December 9, 2015

এন্ড্রয়েড ফোন দিয়েই যে কোন ভিডিওর অন্যের মাথা বা শরীর কেটে আপনার মাথা বা শরীর লাগিয়ে দিন !

 

হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন, আপনার এতদিনের পুষে রাখা স্বপ্ন বাস্তবে রুপ নিবে কারন Apps টা দিয়ে আপনি ভিডিওর মাঝে অন্যের মাথা কেটে বা শরীর কেটে আপনি অন্যের মাথা লাগিয়ে দিতে পারবেন বা শরীর।
অনেক বক বক করলাম এবার আসল কথায় আসি।
যেভাবে কাজ করবেন :
১। প্রথমে apps টি ইনস্টল দিন Open করুন।
২।Open as এ কিল্ক করে আপনার পছন্দের Video টি সিলেক্ট করুন।
৩।তার পর আপনি চাইলে ভিডিও টি ওখানে Option এ ক্লিক করে cut,joind,text,chang sound,imge joind,cut to image, sowerd ইত্যাদি করতে পারবেন।
বি:দ্র: Apps টিতে আরো অনেক কিছু কাজ আছে যা সময় সল্পতার জন্য দিতে পারলাম না। আপনারা কষ্ট করে খুজে নিবেন।
তো দেরি কেন এখুনি ডাউনলোড করে মজা লুটুন
Name: Video Cut To image Joind Apk
Click Here To Download
আজকের মতো বিদায় নিলাম। আবার কোনদিন এরকম একটি New Apps নিয়ে আপনাদের মাঝে ফিরে আসব। ধন্যবাদ ।

Thursday, November 19, 2015

এবার এন্ড্রয়েড ব্যাবহার কারীরা ও ব্যাবহার করুন windows 10 তাও আবার প্রিমিয়াম ভার্সন এক বার ব্যাবহার করে দেখুন কি জিনিস

 
Unnamed
আসসালামু আলাইকুম,
এবার শুধু পিসি ব্যাবহার কারিরা windows 10 ব্যাবহার করবে না আমরা ও ব্যাবহার করব।তাও আবার প্রিমিয়াম ভার্সন।মিস করলে পস্তাবেন।
.
.
.
যেহেতু এটি pro ভার্সন তাই প্লে স্টোর এ এর একটা দাম আছে আপনাকে $ খরচ করতে হবে কিন্তু আপনি এখানে ফ্রি পাচ্ছেন ডাউনলোড করে নেন।
.
App name:windows 10 pro
Size:only 4mb
.
সত্যি চরম লাঞ্চার টা।একদম স্মুথ কোন আটকা আটকি না।ram ও খুবি কম ব্যাবহার করছে।
.
সাথে সেই রকম স্টাইলিশ।একদম ডিজিটাল।আপনি ইচ্ছা মত কাস্টমাইজ করতে পারবেন।
.
ফিচার গুলা দেখে নিনঃ
No Ads:যেহেতু এটি প্রিমিয়াম ভার্সন তাই কোন এড এর ঝামেলা নাই।
.
Customizable Theme Colors:আপনি থিম সেট করতে পারবেন সাথে থিমে যে কোন কালার দিতে পারবেন।
.
Android apps in Stylish Tiles: আপনার অ্যাপ এর টাইটেল গুলা অনেল সুন্দর হয়ে আসবে।
.
Best Apps are available on One Click: আপনি যে কোন অ্যাপ স্ক্রিনে সেট করে রাখতে পারবেন এক ক্লিকে অন হয়ে যাবে।
.
Widgets:ইচ্ছা মতো widget সেট করতে পারবেন।
.
Wallpaper:অনেক গুলা নিউ ওয়ালপেপার এড করা হয়েছে।
.
Windows ফোনের অভিগ্যতা পাবেন আপনার এন্ড্রয়েডে।সাথে সুপার ফাস্ট।
.
ধুমাইয়া ডাউনলোড করেন।
সবাই ভাল থাকুন আল্লাহ হাফেজ।
Join Our Newsletter