M.A Al-Noman

Dhaka, bangladesh

Get Update on our recent Tips & Posts

Thursday, February 9, 2017

না ফেরার দেশ💔।

Posted by   on Pinterest

নাদিম,নওমি-----------------

Image result for love sad

নাদিম: তোমার মন খারাপ কেন?
নওমি: আমি এখন বিয়ে করতে চাইনা। আমি ডাক্তারি পড়তে চাই। কিন্তু আমার পরিবারের সামর্থ নাই যে আমাকে ডাক্তারি পড়াবে।
নাদিম: আরে পাগলি চিন্তা করনা সব ঠিক হয়ে যাবে। আমিতো আছি। দেখি কি করা যায়।
(ঐ দিন রাতে টিভিতে নাদিম দেখতে পায় একজন মূমুর্ষ রোগির জন্য কিডনি লাগবে)
নাদিম: নাসিফ (ছোট ভাই) কে নিয়ে চলে যাই হসপিটালে। ১০,০০,০০০/- টাকার বিনিময়ে দিয়ে দেয় তার একটা কিডনি।
-----------------
২ সপ্তাহ পর।
-----------------
নাদিম: তোমার জন্য একটা সারপ্রাইজ আছে।
নওমি: কি?
নাদিম: (চেক টা দিয়ে) এই নাও।
নওমি: কি এইটা?
নাদিম: তোমার ডাক্তরি পড়ার সমপূর্ন খরচ।
(নওমি টাকা পেয়ে মহাখুসি। কিনতু সে একবারের জন্য তাকে জিঙ্গাসা করেনা টাকা সে কোথায় পেলো। পরের সপ্তাহে নওমি কে ভর্তী করে দেয়।)
নাদিম: ফোন কল। কিন্তু ফোন কেটে দেয়।
(ক্লাস শেষে)
নওমি: তুমি আমাকে ফোন দিছো কেন? যান না আমি এই সময় ক্লাস করি। আমাকে ডিসট্রাব করবানা।
নাদিম: আচ্ছা ঠিক আছে বাবা ছরি। এ্ আমি কানে ধরলাম আর দিব না।
-----------------------------------------------------------------
এভাবে চলতে থাকে। ৪ বছর পর নওমি এখন ডাক্তার।
-----------------------------------------------------------------
নাদিম: তুমি দেখাও করনা, ফোন ও ধরনা কেন?
নওমি: আসলে নাদিম আমি এখন বিয়ে করতে পরবনা। আমি আমার কেরিয়ার ঠিক করতে চাই।
(নাদিমের মাথায় ভেঙ্গে পরে আকাশ)
-------------
৩ দিন পর
-------------
(নাদিম হাসপাতালে)
নাসিফ: আমার ভাইয়ের কি অবস্থা ডাক্তার।
ডাক্তার: সরি আপনার ভাই এর একটি কিডনি তো নাই অন্য কিডনিও সম্পূর্ন  নষ্ট হয়েগেছে। তাকে বাচান সম্ভব না। তার হাতে সময় খব কম।
(কান্নয় ভেঙ্গে পরে নাসিফ ও নাদিমের বাবা। )
নাদিম: নওমি, নওমি, নওমি,
------------------------------------
নাসিফ: (নওমির চেম্বারে) আপু প্লিজ েএকটি বারের জন্য ভাইয়ার সাথে দেখা করুন। 
(নাসিফ সব কিছু খুলে বলে নওমি কে। নওমি পৌছাতেই নাদিমের মৃত্যু হয়। নাদিম চলে যায় নাফেরার দেশে)😭😭😭😭💔💔💔💔
-------------------------------------------------------------------------------------------------------------------

No comments:
Write comments

Join Our Newsletter