M.A Al-Noman

Dhaka, bangladesh

Get Update on our recent Tips & Posts

Saturday, October 14, 2017

আপনার ডেস্কটপ হতে পারে লাইভ ওয়ালপেপার

Posted by   on Pinterest

ডেস্কটপকে সাজানোর জন্য অনেক রকম সফটওয়্যার পাওয়া যায়।  তবে এখন আপনাদের কে যা শেখাব তা অন্য সবগুলোর চাইতে ভিন্ন।


 আপনার ডেস্কটপটা হয়ে যাবে সমুদ্রের তলদেশ যেখানে বিভিন্ন সামুদ্রিক মাছের চলাফেরা থাকবে। এক কথায় আপনার ডেস্কটপটি হয়ে যাবে জীবন্ত।




এই কাজে দুটো সফটওয়্যার ব্যবহার করা হয়েছে। 

 Desktop Icon Toy
 Living 3D Dolphins Animated Wallpaper


ডাউনলোড লিঙ্ক ঃ এখানে  
ডাউনলোড হয়ে গেলে প্রথমে  প্রোগ্রামটি সেটাপ করুন। সেটাপ একদম সোজা। দেখবেন আপনার ডেস্কটপে বিভিন্ন সামুদ্রিক মাছের আনাগোনা শুরু হয়ে গেছে।




তবে আরো একটু কাজ বাকি আছে। তাই এবার DesktopIconToy সেটাপ করুন। এটার সেটাপ ও খুবই সহজ। এবার Desktop Icon Toy চালু করুন। বাম পাশের ট্রি থেকে Hiding এ ক্লিক করুন। ডানপাশে Icon Hiding ট্যাবে Always hide icons এ টিক চিহ্ন দিন। Show icons by clicking desktop এ 5 seconds সিলেক্ট করুন। Text Hiding ট্যাবে সবগুলো টিক চিহ্ন তুলে দিন। বাম পাশের ট্রি থেকে Tray icon এ ক্লিক করুন। ডানপাশে Display options dialog সিলেক্ট করে OK বাটনে ক্লিক করুন। 

কাজ শেষ।   দেখুন আপনার ডেস্কটপ হয়ে গেছে সমুদ্রের তলদেশ।

No comments:
Write comments

Join Our Newsletter