M.A Al-Noman

Dhaka, bangladesh

Get Update on our recent Tips & Posts

Saturday, October 14, 2017

ব্লক করুন আপনার অপছন্দের ওয়েবসাইট কোন সফটওয়্যার ছাড়াই

Posted by   on Pinterest

আমাদের এই ইন্টারনেট-এর জগতে অনেক ওয়েবসাইট  আছে যেগুলোর মধ্যে এমন কিছু ওয়েবসাইট আছে যেগুলো খুব খারাপ এবং এই ওয়েবসাইট গুলো বাচ্চাদের পক্ষে বিশেষ করে আরও খারাপ। তাই এই সাইট গুলো ব্লক করা আমাদের পক্ষে বিশেষ দরকার। সেজন্য আমরা নানা ধরনের সফটওয়্যার ব্যবহার করে থাকি এবং আনেক সময় এগুলো আমাদের প্রয়োজন মত  কাজ করে না। আর সেই জন্য আপনি আপনার ঐ অপছন্দের সাইট গুলো ব্লক করতে পারছেন না। 




কিন্তু আমরা ওই সাইট গুলো কোনও সফটওয়্যার ছাড়াই ব্লক করতে পারি।

ব্লক করার জন্য 
প্রথমে C ড্রাইভ এ যান 
এরপর windows > system32 > drivers > etc > ফোল্ডার এ যান





সেখানে “hosts” নামে একটা ফাইল দেখতে পাবেন, এটা প্রথমে cut  করে Desktop এ paste করুন, এবার ফাইল –টির ওপরে রাইট ক্লিক করে edit এ ক্লিক করুন এটি Notepad এ খুলুন




এবার যে সাইট গুলো ব্লক করতে চান সেগুলো
# 127.0.01       localhost
# ::1                  localhost
এর নিচে এভাবে লেখুনঃ


এবার “hosts” ফাইল টি save করুন এবার ফাইলটি desktop থেকে cut করে যেখানে ছিল মানে c ড্রাইভ এ যান এরপর windows > system32 > drivers > etc > ফোল্ডার এ যান আর paste করে দিন।


ব্লক করা ওয়েবসাইট আনব্লক করবেন যেভাবেঃ
এবার যদি আপনার কম্পিউটারে কোনও সাইট ব্লক করা থাকে তা আপনি ওখানে দেখতে পারবেন, শুধু ওটা Delete করে দিন তাহলেই সাইটটি আনব্লক হয়ে যাবে।

সাইবার জগতে সচেতনতাই হোক আপনার প্রধান অস্ত্র।
যদি আর্টিকেলটি উপকারী মনে হয়ে থাকে তাহলে সবার নিকট তথ্যগুলো ছড়িয়ে দিতে ভূলবেন না। 

No comments:
Write comments

Join Our Newsletter